গভীর নিশীথে জাগি' খুঁজি তোমারে (govir nishithe jagi khunji tomare)

রাগ: রবিকোষ, তাল: ত্রিতাল

গভীর নিশীথে জাগি' খুঁজি তোমারে।
দূর গগনে প্রিয় তিমির-'পারে॥
জেগে যবে দেখি বঁধু তুমি নাই কাছে
আঙিনায় ফুটে' ফুল ঝ'রে প'ড়ে আছে,
বাণ-বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম

লুটায়ে লুটায়ে কাঁদে অন্ধকারে॥
মৌনা নিঝুম ধরা, ঘুমায়েছে সবে,
এসো প্রিয়, এই বেলা বক্ষে নীরবে।
কত কথা কাঁটা হ'য়ে বুকে আছে বিঁধে
কত অভিমান কত জ্বালা এই হৃদে,
দেখে যাও এসো প্রিয় কত সাধ ঝ'রে গেল

কত আশা ম'রে গেল হাহাকারে॥

১. দেখিবে এসো প্রিয়

  • পাঠান্তর: গভীর নিশীথে জাগি খুঁজি তোমারে। এইচএমভি [আগষ্ট ১৯৪৯ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৭০
     
  • ভাবসন্ধান: মরণ-সাগরের ওপারে প্রেমিকা চলে গেছেন। নিঃসঙ্গ প্রেমিক সেই হারানো প্রিয়াকে খুঁজে ফেরেন দূরে আকাশের তিমির-সাগর পেরিয়ে অন্তহীন মরণলোকে। বিরহানলে দগ্ধকবির গভীর আকাঙ্ক্ষা- অন্ধপ্রেমের অবোধ কাতরতায় যেন শৃঙ্গার রসের করুণধারায় বেদনাবিধূর মনকে আবেশিত করে তোলে।

    ঘুমঘোরে প্রেমিকের কাছে মনে হয়, তার হারনো প্রিয়া তার পাশেই রয়েছেন। জাগরণে তাঁর ভুল ভাঙে। রাতের আঙিনায় ফোটা ফুলের মতো, তাঁর আকাঙ্ক্ষার প্রেম-পুষ্প ব্যর্থ প্রেমের বেদনায় ঝরে পড়ে। প্রেমিকার বিরহ-যাতনাবিদ্ধ বাণবিদ্ধ আহত পাখির মতো যন্ত্রণায় রাতের অন্ধকারে গুমরে গুমরে কেঁদে মরে।

    গভীর ঘুমের অতলে নিস্তব্ধ চরাচর, নিদ্রাহীন প্রেমিক আসঙ্গ-লিপ্সায় কাতর। প্রেমিকাকে আলিঙ্গনে বক্ষে ধরে তিনি তাঁর মনের সকল কথা, সকল অভিমান জানাতে চান। সকলই ব্যর্থ হয়। হৃদয়ে জমে থাকা সকল সাধ, সকল আকাঙক্ষা বিরহদহনে প্রেমিককে দগ্ধ করে। অবোধের মতো প্রেমিক সে সব দেখার জন্য হারানো প্রিয়ার কাছে সকাতরে নিবেদন করে। কিন্তু সকলই ব্যর্থ হয়। রাতের অন্ধকারে সকলই যেন হারিয়ে যায় দূর গগন পারে।
     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৯ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৫৫), এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। নজরুলের অসুস্থ হওয়ার পর প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)।  গান সংখ্যা ১৩]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ১২ । পৃষ্ঠা ২৫৮-২৫৯]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২৫১। রাগ: রবিকোষ, তাল: ত্রিতাল। পৃষ্ঠা ৩৮০]
  • রেকর্ড:
    • এইচএমভি [আগষ্ট ১৯৪৯ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৭০। শিল্পী: নন্দলালপুরী। সুর নিতাই ঘটক। রাগ দরবারী কানাড়া। তাল: ত্রিতাল।] [শ্রবণ নমুনা]
    • কলম্বিয়া [জুন ১৯৫১‌ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫৭)। জিই ৭৮৯৮। শিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়। সুর: চিত্ত রায়। রাগ: রবিকোষ] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপকার:
  • সুরকার:
    • নিতাই ঘটক [এইচএমভি, এন ৩১০৭০]
    • চিত্তরায় [কলম্বিয়া জিই ৭৮৯৮। ]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
      • রাগ:
        • রবিকোষ [জগৎ ঘটক-কৃত স্বরলিপি। বেণুকা ]
        • দরবারী কানাড়া [এইচএমভি, এন ৩১০৭০]
      • তাল: ত্রিতাল
      • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।