গম্ভীর আরতি নৃত্যের ছন্দে (gomvir aroti nrityer chhonde)

গম্ভীর আরতি নৃত্যের ছন্দে।
হে প্রভু! তোমারে প্রকৃতি বন্দে॥
            চন্দ্র সূর্য কত শত গ্রহ তারা
            তোমারে ঘিরি' নাচে প্রেমে মাতোয়ারা,
অনন্ত কাল ঘোরে ধূমকেতু উল্কা আগুন জ্বালায়ে বুকে উগ্র আনন্দে
লীলায়িত সিন্ধু অবোধ উল্লাসে
মেঘ হ'য়ে উড়ে যেতে চায় তব পাশে।
            নব নব সৃষ্টি বৃষ্টিধারার প্রায়
            সেই ছন্দের তালে অবিরাম ঝ'রে যায়,
ধরণীর গোপন অনুরাগ ভক্তি ফুটে ওঠে নীরব পুষ্প-সুগন্ধে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২৫২ তাল: কাহারবা। পৃষ্ঠা ৩৮১]
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)। এন ১৭৪৩৩। শিল্পী মৃণালকান্তি ঘোষ। সুরকার: নজরুল ইসলাম]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।