গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম (gao krishno krishno krishno nam)
গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম।
গাও দেহমন শুক সারি, গাও রে ব্রজের নরনারী
গাহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম॥
গাও তাঁরি নাম যমুনার বারি
গাও কুহু কেকা ধেনু বন-চারী,
গাহরে শ্রীদাম গাহ সুদাম॥
গাহ রে সজল শ্যামল গগন
কদম্ব-তরু তমাল কানন,
গাহ রে ভ্রমর মাধবী-লতা কৃষ্ণ-কথা, শ্রবণ অভিরাম॥
গাহ লো বিশাখা, গাহ লো ললিতা
গাহ শ্যাম-দায়িতা চন্দ্রাবলী (শ্যাম নাম),
গাহ লো চন্দ্রাবলী,
ভুবন ছাপিয়া গগন ব্যাপিয়া উঠুক কাঁপিয়া নাম-কাকলি।
(শ্যাম-নাম কাকলি।) তোরা গেয়ে যা গেয়ে যা।
হয়ে শ্যাম-নামে বিবাগী পথে পথে ধেয়ে যা।
ঘনশ্যাম পল্লবে মনো-বন ছেয়ে যা।
বহিয়া যাক শ্যাম-নাম সুরধুনী
মধুর হোক মৃত্যু শ্যাম নাম শুনি'॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে মনোরঞ্জন ভট্টাচার্যের 'চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯। গান সংখ্যা ১২৫৩। পৃষ্ঠা: ৩৮১]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইন্সটিটিউট। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। ১০৭। কীর্ত্তন (চক্রব্যূহ)। পৃষ্ঠা: ১৩৪]
- মঞ্চ: চক্রব্যূহ (নাটক)। নাট্যকার মনোরঞ্জন ভট্টাচার্য। [মঞ্চস্থ: নাট্যনিকেতন। ২৩ নভেম্বর ১৯৩৪ (শুক্রবার ৭ নভেম্বর ১৩৪১)। চরিত্র বিদূর।]