গাগরি ভরণে চলে চপলা ব্রজনারী (gagori vorone chole chopola brojonari)

গাগরি ভরণে চলে চপলা ব্রজনারী
যৌবন-লাবনি অঙ্গে বিথারি'।
কাজল-কালো নয়ন গরল মাখানো বাণ,
চকিত চাহনি হানে চতুরা শিকারি॥
চঞ্চল-অঞ্চল উড়ায়ে সাঁজের বায়
আধো আলো আধো ছায়া লুকোচুরি খেলে যায়,
রাঙা তপন হেসে লুকায় লতার পাশে কাঁদে দরশ-ভিখারি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২৫৯। রাগ: কাফি। পৃষ্ঠা ৩৮৩
     
  • রেকর্ড: মেগাফোন ।জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। জেএনজি ৫৩৮১। শিল্পী: ভবানী দাস। শ্রেণি: ঠুংরী [শ্রবণ নমুনা]
  • [বিজন মিস্ত্রী (শ্রবণ নমুনা)]
  •  বেতার: ঠুংরীর জলসা  (ঠুমরী গানভিত্তিক অনুষ্ঠান)।কলকাতা বেতার কেন্দ্র।  [২৯ নভেম্বর ১৯৪১ (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮), সময়: সন্ধ্যা ৭.৫০-৮.২৯ মিনিট।
    • সূত্র: 
      • বেতার জগৎ। ১২শ বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ১৩৫৬
      • The Indian Listener Vol VI No. 22.page 87
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ধর্মসঙ্গীত, সনাতন, বৈষ্ণবসঙ্গীত]
    • সুরাঙ্গ: ঠুমরী
    • রাগ: মিশ্র কাফি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।