গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই (gange jowar elo fire tumi ele koi)

গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই
খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে’ রই॥
        কালো জামের ডালের ফাঁকে
        আমায় দেখে কোকিল ডাকে,
আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই॥
চুল বেঁধে আজ সেজেগুজে পিদিম জ্বালাই সাঁঝে,
ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে।
        বাদলা রাতে বৃষ্টি ঝরে,
        মন যে আমার কেমন করে,
আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই-থই॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। [এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এন ১৭৪৪৩। শিল্পী: আব্বাসউদ্দীন। সুর: নজরুল ইসলাম। [মাসুদা আনাম কল্পনা (শ্রবণ নমুনা)]
     
  • বেতার: বাংলার গ্রাম (সঙ্গীতালেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র ক। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৫ মে (শনিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৪৭)সান্ধ্য অনুষ্ঠান। সময় ৭.০৫-৭.৫৪ মিনিট।

        সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ১০ম সংখ্যা। ১৬ মে ১৯৪০। পৃষ্ঠা: ৫৪৩] 

  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ১৩ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [নাট্যগীতি]
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।