গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে (gachher tole chhaya achhe)

গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে 
সেই না সোঁতে এসো বন্ধু ব'স তরুতলে॥
রইবে না এ রূপ বন্ধু রইবে না এ কায়া,
অবেলাতে এলে বন্ধু পাবে না তো ছায়া।
রূপের কুসুম জলের কমল পড়বে জলে ঢলে রে (বন্ধু)॥
মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো,
সইরা আজো বলে সাঁঝে 
 বধূর বেশে সাজো।
মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে,
বধূর বেশে ফিরতে দেখি পড়শি বৌ-ঝিরে।
সিথিতে মোর রইল সিঁদুর, (কেউ) ডাকলো না বউ বলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬১৬।  তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৮৭।]
  • রেকর্ড: কাফনচোরা (রেকর্ড-নাটক)। নাট্যকার মন্মথ রায়। এইচএমভি। এন ১৭৪২০। শিল্পী: গোপাল সেন]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।