গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে (gachher tole chhaya achhe)
গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে —
সেই না সোঁতে এসো বন্ধু ব'স তরুতলে॥
রইবে না এ রূপ বন্ধু রইবে না এ কায়া,
অবেলাতে এলে বন্ধু পাবে না তো ছায়া।
রূপের কুসুম জলের কমল পড়বে জলে ঢলে রে (বন্ধু)॥
মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো,
সইরা আজো বলে সাঁঝে — বধূর বেশে সাজো।
মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে,
বধূর বেশে ফিরতে দেখি পড়শি বৌ-ঝিরে।
সিথিতে মোর রইল সিঁদুর, (কেউ) ডাকলো না বউ বলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬১৬। তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৮৭।]
- রেকর্ড: কাফনচোরা (রেকর্ড-নাটক)। নাট্যকার মন্মথ রায়। এইচএমভি। এন ১৭৪২০। শিল্পী: গোপাল সেন]