গান ধরে ঘটোৎকচ (gan dhore ghototkoch)

গান ধরে ঘটোৎকচ
তারা খসে খচর খচ॥
আগড়ুম বাগডুম ঘোড়াডুম সাজে
লক্ষ বধূর বক্ষমাঝে,
ঘানি ঘোরে ঘচর ঘচ্, ঘচর ঘচ্, ঘচর ঘচ্॥
ধে তেরে ধে তেরে নাক তেটে ঘিঘি তেটে
না ধেৎ না ধেৎ না তেটে তাক ধেটে,
নাক তেটে তাক ধেৎ কেট তাক কেটে তাকি তেটে –
ভচর ভচ্, ভচর ভচ্, ভচর ভচ্॥
তালগাছে বক বুলবুল
ব্যস্ত হয়ে করে চুলবুল,
হাঁচিয়াছে হচর হচ্, হচর হচ্, হচর হচ্॥
ধাগি তেটে ধাগি তেটে ঘেড়ে নাক
ধেনে ঘেনে তাক তেটে তাকি তেনে
কৎ তা তেটে গেষে কৎ তা তেটে
ঘেনে নানা হতে হাসি এনে তিনতালে
মচর মচ্, মচর মচ্, মচর মচ্॥
আলকুশী মালা গাঁথে
পাশে প্রিয়া ভোগে বাতে,
থেঁতো করে গোলমরিচ গো
হচর হচ্, হচর হচ্, হচর হচ্॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫০৭। পৃষ্ঠা: ৭৭৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।