গান ভুলে যাই, মুখ পানে চাই, সুন্দর হে (সুন্দর মোর!) (gan vule jai, mukho pane chai)

গান ভুলে যাই, মুখ পানে চাই, সুন্দর হে (সুন্দর মোর!)।
তব নয়ন পানে চাহি' কণ্ঠের সুর কাঁপে থর থর হে (সুন্দর মোর!)॥
            তোমার অনুরাগে, ওগো বুলবুল
     মোর  গানের লতায় ফোটে কথার ফুল,
অশ্রু হয়ে সেই ফুল তব পায়ে ঝরিতে চায় ঝর ঝর হে॥
এ নহে গান প্রিয়, কান্না এ যে তব বিরহে,
অন্তর-শিলাতলে রোদনের সুরধুনী সুর হয়ে বহে।
             প্রিয়, এ নহে গানের ছন্দ,
             এ যে আনন্দে-বিষাদে মনের দ্বন্দ্ব,
(এ যে) রাগিণীর তলে তব অনুরাগিণীর মর্মের ক্রন্দন-বিলাপ মর্মর হে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে | কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫মে ১৯৫২ খ্রিষ্টাব্দ),  গানটি বুলবুল দ্বিতীয় খণ্ড অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১২৬২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮৪-৩৮৫।
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ (রবিবার ২৫ মে, ১৯৫২) ]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৮০। পৃষ্ঠা ২৯৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।