পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম (peye keno nahi pai hridoye momo)

 রাগ: খাম্বাজ, তাল: যৎ

পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম
হে চির-সুদূর প্রিয়তম॥
       তুমি আকাশের চাঁদ
আমি  পাতিয়া সরসী-ফাঁদ
জনম জনম কাঁদি কুমুদীর সম॥
        নিখিলের রূপে রূপে
        দেখা দাও চুপে চুপে
এলে না মূরতি ধরি তুমি নিরুপম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি ঢাকা থেকে প্রকাশিত জাগরণ পত্রিকা'র 'বৈশাখ ১৩৩৫' সংখ্যায় মুদ্রিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৬ মাস।
     
  • পত্রিকা:
    • জাগরণী। বৈশাখ ১৩৩৫ (এপ্রিল-মে ১৯২৮)
    • মাসিক সঞ্চয়। অগ্রহায়ণ ১৩৩৬ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৯)
  • গ্রন্থ: চোখের চাতক
    • প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৯)।গান ৩২। খাম্বাজ- ঠুংরি]
    • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ৩২। খাম্বাজ- ঠুংরি। পৃষ্ঠা: ২১৬-২১৭]
  • রেকর্ড:  এইচএমভি [এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮-বৈশাখ ১৩৪০)। এন ৪১৮৮। শিল্পী: গোপাল সেন।[শ্রবণ নমুনা] [লতিফুন জুলিও (শ্রবণ নমুনা)]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঠুমরী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।