গিন্নীর ভাই পালিয়ে গেছে গিন্নী চটে কাঁই (ginnir vai paliye gechhe ginni chote kai)

     'শালাবাতিক'
গিন্নীর ভাই পালিয়ে গেছে গিন্নী চটে কাঁই।
আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সবাই॥
এখন শালায় কোথায় পাই, ‍ওগো শালায় কোথায় পাই॥
কোথায় শালা, শালা কোথায়, কেবল ভদ্রলোক,
ডাকতে গিয়ে জিভ কেটে ভাই, ফিরিয়ে নিই চোখ।
এই ভ্যালা ফ্যাসাদ হল দাদা, শালায় কোথায় পাই॥
খুঁজতে খুঁজতে দেখতে পলুম সম্মুখে আট-শালা,
আটশালাতে মোর শালা নাই, বসেছে পাঠ-শালা;
গো-শালাতে গরু বাঁধা, আমার শালা নাই;
খুঁজতে গেলুম শহর, দেখি শালার ছড়াছড়ি;
পান-শালাতে পান ক’রে যায় মাতাল গড়াগড়ি,
ধর্মশালা অতিথি-শালা শালার অন্ত নাই॥
হাতি-শালা, ঘোড়াশালা রাজার ডাইনে বাঁয়ে,
হঠাৎ দেখি যাচ্ছে বাবু দো-শালা গায়ে,
আমি দো-শালা তো চাইনে বাবা, এক শালাকে চাই॥
দশ-শালা ব্যবস্থা ঝুলে গরীব চাষার ভাগ্যে,
দিয়াশালাই পেয়ে ভাবি, শালাই পেলাম, যাক্‌ গে!
চাইনু শালা, মুদি দিল গরম মশালাই।
ঢেঁকি-শালায় ঢেঁকি শুয়ে পাক-শালাতে ছাই,
ওগো আমার শালাই নাই॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৩ বঙ্গাব্দের এপ্রিল (চৈত্র ১৩৩৯-বৈশাখ ১৩৪০)  মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪]। শিরোনাম: শালানুসন্ধিৎসু
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গীতি-শতদল। গান সংখ্যা ৯৬। শালানুসন্ধিৎসু। পৃষ্ঠা ৩৪১-৩৪২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৯১। শালাবাতিক পৃষ্ঠা: ৭৩৩]
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৩ (চৈত্র ১৩৩৯-বৈশাখ ১৩৪০)]। এন ৭০৯৮। শিরোনাম: শালানুসন্ধিসু। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়। [শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।