গিরি মাটির দেশে গো নাই যদি আর ফিরি

গিরি মাটির দেশে গো নাই যদি আর ফিরি,
আমার কথা বলবে কেঁদে ঝরনা ঝিরিঝিরি॥
কয়লাখাদে উঠবে ধোঁওয়া, চাঁদ ঢাকবে মেঘে,
(সই) চাঁদের বুকে আমার কালো ছায়া উঠবে জেগে
আমার নূপুর বাজাবে গো শিরীষ পাতা জিরিজিরি॥
আমার কনে বৌ-এক বুকে বাজবে বাঁশি একা
রামধনুতে হারানো মোর ধনুক যাবে দেখা!
তাল-পুকুরে শালুক হয়ে, যার আশাপথ রইব চেয়ে –
দেখলে তারে অমনি ক’রে যাব ধীরি ধীরি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সম্ভবত কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
     
  • গ্রন্থ:
    • শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। ছেলের গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ।  সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর ২০১২। পৃষ্ঠা: ২১৪।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৩৭। পৃষ্ঠা: ৬৭১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।