গোঠের রাখাল, বলে দে রে (gother rakhal, bole de re)


         গোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন।
(যথা)  রাখাল-রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥
         (যথা)  দিনে রাতে মিলন-রাসে
                  চাঁদ হাসে রে চাঁদের পাশে,
(যা'র)  পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি-চন্দন॥
(যথা)   কৃষ্ণ-নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়,
(যা'র)  তমাল-বনে আজো মধুর কানুর নূপুর শোনা যায়।
                  আজো যাহার কদম-ডালে
                  বেণু বাজে সাঁঝ-সকালে,
          নিত্য লীলা করে যথা মদন-মোহন॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের এই সময় নজরুলের বয়স ছিল বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, ১২৫৭ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১)। পৃষ্ঠা: ৩৮২।
    • নজরুল-গীতি, অখণ্ড। ভক্তিগীতি, ১৩৯২ সংখ্যক গান (হরফ প্রকাশনী, ২৩ জানুয়ারি ২০০৪)। পৃষ্ঠা: ৩৬৩।
  • রেকর্ড:
    • এইচএমভি [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। শিল্পী: মিনতী মুখার্জি। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়। ]
    • রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৮ এপ্রিল ১৯৩৮ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ, ১৩৪৫ ) ]
    • কলম্বিয়া [মার্চ ১৯৫৪ (ফাল্গুন- চৈত্র ১৩৬০)। জিই ২৪৭২০। শিল্পী: সুমিত্রা দাশগুপ্ত। সুর: দুর্গা সেন
  • সুরকার দুর্গা সেন।
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ভজন
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:  ধ্

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।