গোলাপ গুলেরি পিয়ালাতে (golap guleri piyalate)
গোলাপ গুলেরি পিয়ালাতে
সুরভি শরাব ঝরে চাঁদিনীরাতে॥
চামেলি ফুলের আতর মাখি
বিলাসী বুলবুল কহিছে ডাকি।
প্রেমাবেশে কার আজ ঢুলঢুল আঁখি
কণ্টক ফোটে কার ফুল বিছানাতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২১৭৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৫৪।