গ্রামের শেষের মাঠের পথে গান গেয়ে (gramer shesher mather pothe gaan geye)
গ্রামের শেষের মাঠের পথে গান গেয়ে কে যায়
একা বাউল আনমনা।
তার সুরে সবুজ ধানের ক্ষেত্রে ঢেউ খেলিয়া যায়
গায় সাথে চপল-ঝরনা॥
চলে নূপুর মুখর পায়
সুর বাজিয়ে একতারায়,
তাথৈ তাথৈ হাততালি দেয় সাথে তালবনা॥
শান্ত নদীর কূলে হঠাৎ জোয়ার উঠে দুলে,
বালুচরে চমকে চখা চাহে নয়ন তুলে'।
ওঠে রেঙে আকাশ কোল্
লাগে শাখায় শাখায় দোল্ লাগে দোল্,
মনের মাঝে এঁকে সে যায় সুরের আল্পনা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯ অক্টোবর (রবিবার ১২ কার্তিক ১৩৪০) নজরুলের সাথে এইএচএমভির একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি ছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৫ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৬৫। পৃষ্ঠা: ৩৮৪]
- রেকর্ড:
- ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯ অক্টোবর (রবিবার ১২ কার্তিক ১৩৪০) নজরুলের সাথে এইএচএমভির একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি ছিল।
- টুইন [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। এফটি ৩২১৫। শিল্পী: কালীপদ সেন]