ঘন ঘোর বরিষণ মেঘ-ডমরু বাজে (ghono ghor borishon megh-domoru baje)

ঘন ঘোর বরিষণ মেঘ-ডমরু বাজে
শ্রাবণ রজনী আঁধার।
বেদনা-বিজুরি-শিখা রহি' রহি' চমকে
মন চাহে প্রেম অভিসার

কোথা তুমি মাধব কোথা তুমি শ্যামরায়?
ঝরিছে নয়ন-বারি অঝোর ধারায়,
কদম-কেয়া-বনে
ডাহুকী আনমনে 

সাথি বিনা কাঁদে অনিবার॥

  • ভাবসন্ধান: বর্ষাকালের আবহে গানটিতে কৃষ্ণের সঙ্গলাভের আশায় বিরহ-ব্যথাতুর রাধার আকুতি উপস্থাপিত হয়েছে। শ্রাবণের ঘনঘোর বর্ষণমুখর রাতের আকাশ, শিবের ডমরু যুদ্ধনিনাদের মতো গুরুগম্ভীর ধ্বনিতে প্রকম্পিত। সে ধ্বনির আঘাতে  এমন রাতে রাধার মন আকুলিত হয়ে উঠেছে কৃষ্ণের প্রেমাভিসারে কামনায়। হঠাৎ-চমকিত বিজুলির মতো রাধার মনও শিহরিত বেদনা-বিজুলির চমকে।

    এমন মিলন-শৃঙ্গার রাতে কৃষ্ণসঙ্গহীন রাধার মনে হাহাকার উঠেছে। তাই সকাতরে স্বগোক্তিতে বলছেন-  কোথা তুমি শ্যাম রায়!? সঙ্গলাভে বঞ্চিতা রাধার  দুচোখ বেয়ে নেমে আসা অশ্রুধারা ঝরে পরছে, শ্রাবণের অঝোর ধারার অনুষঙ্গী হয়ে। সে বেদনার অনুষঙ্গী হয়ে কদম-কেয়া বনে ডাহুকী আনমনে অবিরাম ডাকে তার সঙ্গীর সঙ্গলাভের আশায়। কবি তাঁর কল্প-লোকের বিহারে- সে ডাকে খুঁজে পেয়েছেন রাধার বিরহ-ব্যথার অনুরণন।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৭০। রাগ: গৌরী (ভৈরব ঠাট)। তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৩৮৬]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৩৭। পৃষ্ঠা: ১৪৪-১৪৫]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। রাধাকৃষ্ণ-লীলা। রাধার বিরহ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।