ঘন-শ্যামকে উদাসী হুঁ ম্যয় এ ভব সংসার মে (ghana-shyam ke udasi hu main)

ঘন-শ্যামকে উদাসী হুঁ ম্যয় এ ভব সংসার মে।
প্রীত্কে ব্রজবাসী হুঁ ম্যয় রস যমুনাকি কিনার মে॥
হির্দয়্ মে মোর নন্দলালা
গলেমে উন্হি কে নাম কি মালা,
উয়ো মোর্ সুন্দর্ চাঁদ উজিয়ালা রাত্কে আঁধিয়ার মে॥
ধেনু চরত যাঁহা বেণু বাজাত
কৃষ্ণ কানাইয়া সুমরণ আওয়ত,
মদন মোহনকে বিছুয়ানা সুনত পঞ্ছিকি ঝন্কার মে॥

  •  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২০ মে (রবিবার, ৬ জ্যৈষ্ঠ ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৫১। পৃষ্ঠা: ৭৫১। 
     
  • রেকর্ড: ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২০ মে (রবিবার, ৬ জ্যৈষ্ঠ ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। এর মাদার কাস্টিং নম্বর ওএমসি ৭০২৮। শিল্পী: নীলমণি সিংহ। সুর নজরুল ইসলাম। পরে রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।