ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে (ghor chhara chhele akasher chand ay re)

            ঘর-ছাড়া ছেলে আকাশের চাঁদ আয় রে।
            জাফ্‌রানি রঙের পরাব পিরান তোর গায় রে

            আস্‌মানে যেতে চায় তারা হয়ে আমার নয়ন-তারা
  (তোর)  খেলার সাথি কাঁদে শাপ্‌লার ফুল, ফিরে আয় পথ-হারা,
            দু'নয়ন ঘুমে ঢুলে, হৃদয় ঘুমায় না, কাছে পেতে চায় রে॥
            চোখের কাজল তোর চাঁদ-মুখে লেগেছে, (আয়) মুছাব আঁচলে
            দেখ্ মায়ের তোর স্নেহের সাগর আছে উথলে,
  (মোর)  মনের ময়না! ঘরে মন রয় না, পথ চেয়ে' রাত কেটে যায় রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯),  রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছায়াছবি 'চৌরঙ্গী'। আবার  মেগাফোন রেকর্ড  কোম্পানি থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল ১৯৪২ সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • চৌরঙ্গী [নজরুল রচনাবলী অষ্টম খণ্ড। ১২ ভাদ্র ১৪১৫ (২৭ আগষ্ট ২০০৮)। জন্মশতবর্ষ সংস্করণ, বাংলা একাডেমী, ঢাকা)। ৮। ভিখারিনির গান। পৃষ্ঠা: ৩৩৮]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২৭২।   চলচ্চিত্র: 'চৌরঙ্গী'। পৃষ্ঠা ৩৮৬]
    • জুলফিকার
      • দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ২৮ [২৭]। পৃষ্ঠা ১০৪-১০৫]
    • চৌরঙ্গী। চলচ্চিত্র-প্রচারপত্র। [১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯)। ভিখারিণীর গান] [ প্রচার পুস্তিকা ]
  • চলচ্চিত্র:
    • চৌরঙ্গী [১৯৪২ খ্রিষ্টাব্দের ১২ সেপ্টেম্বর (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯) রূপবাণী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চরিত্র: ভিখারিণী। শিল্পী প্রমিলা ত্রিবেদী] প্রচার পুস্তিকা
  • রেকর্ড:মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। জেএনজি ৫৬৩৭। শিল্পী: সুপ্রভা সরকার]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।