ঘর জামাই-এ বিয়ে করে ঘটল কি জঞ্জাল (ghor jamai-e biye kore ghotlo ki jonjal)
ঘর জামাই-এ বিয়ে করে ঘটল কি জঞ্জাল।
বাবু গো ঘটল কি জঞ্জাল॥
শ্বশুর বলে, বেরো শালা,
শাশুরি গাল দেয় দু'বেলা,
ছুটে এসে মারলে শালা, চক্ষে ঝরে জল।
বাবু গো চক্ষে ঝরে জল॥
(আবার) খেতে এসে পাই না খেতে,
আলিস লাগলে পাই না শুতে,
বিছ্না আমার ঢিক্শালেতে, মশা মারি তালে তাল॥
বৌ-এ মারে নাক ঝাম্টা,
রেগে গেলে নাচে খেমটা,
আবার গাছ কোমরে ধরে ঝাঁটা, বলে পিঠের তুলব ছাল॥
নজরুল এসলামে গাই,
লেটোর এ আসরে ভাই,
কেহ থাক যদি ঘর জামাই, আমারে দিও না গাল॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। হাসির গান। [৫] সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯২৫]
- বিষয়াঙ্গ: কোনো পালা বা চাপান-উতোর সং-এর অংশ হিসেব পাওয়া যায় না। ভণিতা 'নজরুল এসলাম'।