আহ্‌মদের ঐ মিমের পর্দা (ahomoder oi mimer porda)

রাগ: পিলু-খাম্বাজ, তাল: ঝাঁপতাল

            আহ্‌মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন।
  (আহা)  আহাদ সেথা বিরাজ করেন হেরে গুণীজন॥
            যে চিন্‌তে পারে রয় না ঘরে হয় সে উদাসী,
            সে সকল ত্যজে ভজে শুধু নবীজীর চরণ॥
            ঐ রূপ দেখে পাগল হ’ল মনসুর হল্লাজ,
            সে ‘আনল্ হক’ ‘আনল্ হক্’ ব’লে ত্যজিল জীবন॥
            তুই খোদ্‌কে যদি চিন্‌তে পারিস্‌ চিন্‌বি খোদাকে,
            তুই দেখ্‌রে তাই তোরই চোখে সেই নূরী রওশন॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩২ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ্ ১৩৩৯) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১১ মাস।
  • গ্রন্থ:

    • জুলফিকার
      • প্রথম সংস্করণ [১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। পিলু-খাম্বাজ-সাদ্রা] ।
      • নজরুল রচনাবলী, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭, বাংলা একাডেমী। জুলফিকার। ১৫ সংখ্যক গান। পিলু খাম্বাজ-সাদ্রা। পৃষ্ঠা: ৩০০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ৯১০ সংখ্যক গান। রাগ: পিলু-খাম্বাজ, তাল: ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৮০-২৮১]
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩২ (বৈশাখ-জ্যৈষ্ঠ্ ১৩৩৯)। এন ৪১৯৮।  শিল্পী: ফক্‌রে আলম কাওয়াল] [শ্রবণ নমুনা]
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
    • সুরকার: নজরুল ইসলাম।
    • স্বরলিপি ও স্বরলিপিকার:
      • আহসান মুর্শেদ[নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ২ সংখ্যক গান। রেকর্ডে ফক্‌রে আলম কাওয়াল-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৪-৮।] [নমুনা]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: ভক্তি, ইসলামী গান
      • সুরাঙ্গ: রাগাশ্রয়ী, সাদ্রা।
        • রাগ: পিলু-খাম্বাজ
        • তাল: ঝাঁপতাল
        • গ্রহস্বর: রা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।