ঘুটঘুটে এই অন্ধকারে মা (ghutghute ei ondhokare ma)

ঘুটঘুটে এই অন্ধকারে মা, হৃদয় হয়েছে ঘুঁটে।
অঙ্গ কুঁচকে হয়েছে পুঁচকে হাত পা হয়েছে কুঠে॥
প্যাঁচা যদি খ্যাচ খ্যাচায় মা, মাচায় উঠিয়া বসি’।
বউ যদি হাঁচে ফ্যাচ করে, ভয়ে কাছা পড়ে খসি’॥
প্রতি পদে পদে পতনের ভয় আপনি দুই পা নাচে।
দেখি, ভাঁড় ভরা ধেনো মাড় খেয়ে ষাঁড় পাঁড় হয়ে পড়ে আছে॥
মা, তুই বর দেওয়ার আগেই বর্বরেবা এসে।
ঠেসে ধরে নিয়ে যাবে চিত্রগুপ্তের দেশে॥
হাত থাকতে তুই হয়েছিল মাগো শ্রীজগন্নাথ ঠুঁটো।
পাছে, ক্ষুধায় জ্বলে এই ছেলে তোর, ভাত চায়-দু-মুঠো॥
দশ হাত তোর বাতে অবশ, কি আর দিবি বল।
দেবার মধ্যে দিয়েছিল মাগো শুধুই চোখের জল॥
আঁধার রাতি নাইকো বাতি ঠাকুর দেখবে কে?
দেওয়ালি তোর জ্বলবে সে দিন দেয়াল ভেঙে দে॥
পথ-ঘাট সব তিমির ঘেরা সর্‌ছে ঘরের মাল।
মা, ঘরের আলো নিভলো – এবার চিতার আগুন জ্বাল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (ভাদ্র ১৩৪৮), বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রচিত ব্ল্যাক আউট (নাটক) মঞ্চস্থ হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৯৩। পৃষ্ঠা: ৭৩৪]
    • ব্ল্যাক আউট (নাটক)। নাট্যকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ভাদ্র ১৩৪৮ (আগষ্ট ১৯৪১)

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।