ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি (ghumiye gechhe sranto hoye amar ganer bulbuli)

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি 
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি॥
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ'ল কোন নিষাদের বাণ খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা-রানী চুল খুলি'॥
কাল হ'তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি'।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় 

কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আসবে না কেউ কূল ভুলি'॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৭৩। পৃষ্ঠা: ২০৫]
    • সন্ধ্যামালতী (প্রথম প্রকাশ: শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭০)। মিত্র ও ঘোষ, কলিকাতা। শেষ গান। পৃষ্ঠা: ১০৮।
  • পত্রিকা:
    • বুলবুল [মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮)]
    • সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। [মাঘ ১৩৪৬ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৪০)। মিশ্র ভীমপলশ্রী-দাদরা। কথা: কাজী নজরুল ইসলাম। সুর শ্রীশৈলেশ দত্তগুপ্ত। স্বরলিপি: কুমারী অনিমা চক্রবর্তী। পৃষ্ঠা: ৫০৬-৫০৯] [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)। এন ১৭৪০২। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত। সুর: শৈলেশ দত্তগুপ্ত ]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: শোক গাঁথা
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: মপা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।