ঘোমটা-পরা কাদের ঘরের বৌ তুমি ভাই সন্ধ্যাতারা (ghomta-pora kader ghorer bou tumi vai shondhyatara)

  রাগ: মালশ্রী. তাল: আড়-খেমটা
ঘোমটা-পরা কাদের ঘরের বৌ তুমি ভাই সন্ধ্যাতারা?
তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন মুখের পারা।
            সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে
            বঁধুর আসার আশা চেপে,
চাউনিটি কার উঠছে কেঁপে কে জানে কার বইছে ধারা॥
কার হারানো বধূ তুমি অন্ত-পথে মৌন মুখে,
ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে?
             এই যে রোজই আসা-যাওয়া,
            এমন করুণ মলিন চাওয়া,
কার তরে হায় আকাশ-বধূ তুমিও কি আজ প্রিয়-হারা॥

  • রচনাকাল: ছায়ানট কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত এই গানের সাথে গানটি রচনা ও স্থানের নাম উল্লেখ আছে- 'কলিকাতা, কার্তিক ১৩২৭'। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৫ মাস
     
  • পত্রিকা: স্বরমূর্ছনা [কার্তিক ১৩২৭ (অক্টোবর-নভেম্বর ১৯২০) সংখ্যা। সুর ও স্বরলিপি মোহিনী সেনগুপ্তা  [নমুনা]
  • গ্রন্থ: ছায়ানট   প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২] অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। শিরোনাম: সন্ধ্যাতারা
     
  • সুরকার: মোহিনী সেনগুপ্তা
  • স্বরলিপি: মোহিনী সেনগুপ্তা [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।