চঞ্চল শ্যামল আয়ে গগন (choncholo shyamol aye gogon)

চঞ্চল শ্যামল আয়ে গগনে।
নয়নে পলকে বিজলি ঝলকে
ঘুংগরালী অলকে ওড়ে পবনে॥
রিম্ ঝিম্ বরষা কে বিছুয়া বোলে
মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে,
দেখি উয়ো কা নৃত্ ধরণী কা চিত্
মোর্ সম নাচত মগন সাওনে॥
অসন্ত পবন মে রহী রহী বাজে,
উদাসী বাঁশরি নূর বন মাঝে।
আকাশ মে রংগ লাগে, ইন্দ্রধনু জাগে
প্রেম তরংগ বহে বৃন্দাবনে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩) মাসে টুইন রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই নাটকে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ৩৭ বৎসর ছিল ২ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮৮৮। পৃষ্ঠা: ৫৬৯]
  • রেকর্ড: টুইন।  [আগষ্ট ১৯৩৭ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)। রেকর্ড নম্বর: এফটি ৪৫২৮। শিল্পী: দেবেন বিশ্বাস। সুর: নজরুল ইসলাম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।