চঞ্চল সুন্দর নন্দকুমার গোপী চিতচোর (choncholo shundor nondokumar gopi chitochor)
চঞ্চল সুন্দর নন্দকুমার।
গোপী চিতচোর প্রেম-মনোহর নওল কিশোর
অন্তর মাঝে বাজে বেণু তার নন্দকুমার
নন্দকুমার, নন্দকুমার॥
শ্রাবণ আনন্দ নূপুর ছন্দ রুনুঝুনু বাজে
নন্দের আঙিনায় নন্দন চন্দ, নাচিছে হেলে দুলে গোপাল সাজে।
টলমল টলে রাঙা পদতলে লঘু হ’য়ে বিপুল ধরণীর ভার ─
নন্দকুমার, নন্দকুমার, নন্দকুমার॥
রূপ নেহারিতে এলো লুকায়ে দেবতা
কেহ গোপগোপী হলো, কেহ তরুলতা;
আনন্দ-অশ্রু নদী হ’য়ে বয়ে যায়, উতল যমুনায়।
প্রণতা প্রকৃতি নিরালা সাজায়,
বনডালায় পূজা ফুল সম্ভার।
নন্দকুমার, নন্দকুমার, নন্দকুমার॥
- ভাবসন্ধান: শ্রীকৃষ্ণের দ্বৈতসত্তার রূপ-মাধুর্য এই গানে উপস্থাপিত হয়েছে অপূর্ব শব্দ-সুষমায়। তিনি একদিকে যেমন ব্রজবাসীর হৃদয়হারী প্রিয়তম, তেমনি অন্যদিকে সমগ্র বিশ্বের ঈশ্বর, যাঁর লীলা দেখে দেবতা ও প্রকৃতিও মুগ্ধ ও নতজানু হয়। এই গানে তিনি আনন্দ এবং প্রেমের প্রতীক হয়ে বিধৃত হয়েছেন যুগপৎ ভক্তি-সৌন্দর্যে।
নন্দমহারাজের নবীন কিশোররূপে তিনি চঞ্চল-সুন্দর, গোপীদের চিত্ত হরণকারী এবং প্রেম-মনোহর। তাঁর বাঁশির সুমধুর ধ্বনি হৃদয়ের গভীরে অনুরণিত হয় গভীর আনন্দে। নন্দের আঙিনায় গোপালের বেশে দোলায়িত নৃত্যের ছন্দ, শ্রাবণের আনন্দ ধারায় 'রুনুঝুনু' ধ্বনি বাজে আনন্দ-নূপুর হয়ে। জগৎরক্ষক রূপী কৃষ্ণের বিপুল সত্তার রাঙা পদতলে বিপুল ধরণীর ভারও লঘু হ'য়ে টলমল করে।
তাঁর রূপ-মাধুর্য দেখতে দেবতারা লুকিয়ে আসেন- গোপ-গোপী বা তরুলতার বেশ ধারণ করে। পরম হর্ষে সকলের চোখের আনন্দাশ্রুর নদী হয়ে বয়ে প্রেম-যমুনায়। এমনকি প্রকৃতিও নত হয়ে তাঁকে নির্জন নিরলায় সুসজ্জিত করে। পুষ্প-সম্ভারের অর্ঘ ভক্তি-অর্ঘ নিবেদন করে বনরাজি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮১৫
- রেকর্ড: টুইন [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এফটি ৪৪৭৬। শিল্পী: নিতাই ঘটক ও রেবা সোম। ]
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সালাউদ্দিন আহ্মেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট ২০০৫ খ্রিষ্টাব্দ] ১২ সংখ্যক গান। [নমুনা]
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] নিতাই ঘটক ও রেবা সোম-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ৮। পৃষ্ঠা: ৪৩-৪৫ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম, বৈষ্ণব। কৃষ্ণ। বন্দনা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা