চঞ্চল হিয়া বারে বারে হায় যারে চায় (choncholo hiya bare bare hay jare chay)

চঞ্চল হিয়া বারে বারে হায় যারে চায়
তারে নাহি যে পায় তাই সে কেঁদে সুধায়
সে কোথায় সে কোথায় হায় গো সে কোথায়॥

মোর মত হা হুতাশ
করে আকাশ বাতাস
শিশির বিন্দু হয়ে আঁখি ঝরে যায়।

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৫৬। পৃষ্ঠা: ৯৩৫-৯৩৬]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।