চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার (chondro ek, kebol eka, ape noirakar)

চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার।
পক্ষ দুই, দীন মোহাম্মদ, যাঁর জন্য সংসার॥
নেত্র তিনে, বলা কঠিন হে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর।
তিন তারেতে, পেয়েছে খবর কবিরাজ ডাক্তার॥
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হে, দেখ আছে যুগ চার।
আর আতস্, খাক্ বাদে তিন চারে হয় বার॥
বাণ পাঁচে, পাঞ্জেগানা হে, মমিন তাহে আদায় কর।
রস ছয়ে, ছয় রিপু, দেহের মাঝার॥
সাত তবক, আসমান জমিন হে, দেখ আছে সাত বার।
সাত সমুদ্র, সাত দরিয়া, দেহের মাঝার॥
বসু আটে, আট বেহেশ্‌ত হে, সাদ্দাদের এক ধর।
গ্রহে নয়ে, নয় দরজা দেহের মাঝার॥
দিক দশে, শূন্য দিয়ে হে, মমিন হাতে একাধর।
ভ্রমর কয় একের হুকুম রাখা হলো ভার॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। উতোর গান। ৩য় গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৩৫]
  • বিষয়াঙ্গ: উতোর গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।