চমকে চপলা মেঘে মগন গগন (chomke chopola meghe mogono gogono)
চমকে চপলা মেঘে মগন গগন।
গরজিছে রহি' রহি' অশনি সঘন॥
লুকায়েছে গ্রহ-তারা দিবসে ঘনায় রাতি
শূন্য কুটিরে কাঁদি, কোথায় ব্যথার সাথি,
ভীত চমকিত-চিত, সচকিত শ্রবণ॥
-
ভাবার্থ: ধ্রুব চলচ্চিত্রের কাহিনির সাথে সঙ্গতি রেখে, কবি এই গানটিকে রচনা করেছিলেন। চলচ্চিত্রের জন্য রচিত খেয়ালাঙ্গের দুই তুকের এই গানের স্বল্প পরিসরে ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ বর্ষা রাত্রির ভয়ঙ্কর পরিবেশ এবং সঙ্গহীন বিরহীর ভীতচকিত মনোদশাকে উপস্থান করা হয়েছে। ফলে এই গানে প্রকৃতি ও প্রেমের মিশ্ররূপের আভাষ পাওয়া যায় বটে, কিন্তু উভয়ের পূর্ণাঙ্গ রূপ বিকশিত হয়ে ওঠে নি।
গানটির স্থায়ীতে মেঘাচ্ছন্ন আকশে ঘন ঘন বিদ্যুতের চমক এবং বজ্রের শব্দের বর্ণনার মধ্য দিয়ে বর্ষার ভয়ঙ্কর রূপকে উপস্থাপন করা হয়েছে। অন্তরাতে এরই ধারবাহিকতায় উল্লেখ করা হয়েছে- ঘন মেঘের আড়ালে রাত্রি বেলায় গ্রহতারা হারিয়ে যায় আর দিনের বেলায় রাত্রির অন্ধকার নেমে আসে। এমন দিনে সঙ্গহীন বিরহীর কুটিরে নেমে আসে একাকীত্বের রিক্ত অনুভব। তাই বিরহী তার সমব্যথীর সাথিকে খুঁজে ফেরে। প্রকৃতির ভয়ঙ্কর রূপের দর্শন, শ্রবণ ও অনুভবে সে সচকিত ও ভীত হয়ে ওঠে। -
রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০২০। সিনেমা: রাগ: শুদ্ধ সারং, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৪১৯]
- সন্ধ্যামালতী
- প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
- নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৪২। পৃষ্ঠা: ১৪৭]
- চলচ্চিত্র: ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। সুনীতির গান। শিল্পী আঙ্গুরবালা][শ্রবণ নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, বর্ষা, [চলচ্চিত্রের গান]