চমকে চপলা মেঘে মগন গগন (chomke chopola meghe mogono gogono)

চমকে চপলা মেঘে মগন গগন।
গরজিছে রহি' রহি' অশনি সঘন॥
লুকায়েছে গ্রহ-তারা দিবসে ঘনায় রাতি
শূন্য কুটিরে কাঁদি, কোথায় ব্যথার সাথি,
ভীত চমকিত-চিত, সচকিত শ্রবণ॥

  • রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।

  • গ্রন্থ:

    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০২০। সিনেমা: রাগ: শুদ্ধ সারং, তাল: ত্রিতাল পৃষ্ঠা: ৪১৯]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৪২। পৃষ্ঠা: ১৪৭]
  • চলচ্চিত্র: ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। সুনীতির গান। শিল্পী আঙ্গুরবালা][শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।