চম্‌'কে চম্‌'কে ধীর ভীরু পায় (chomke chomke dhir viru pay)

চম্‌'কে চম্‌'কে ধীর ভীরু পায়,
পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায়॥
শাড়ি তার কাঁটা লতায়, জড়িয়ে জড়িয়ে যায়,
পাগল হাওয়াতে অঞ্চল ল'য়ে মাতে 

                    যেন তার তনুর পরশ চায়॥
শিরীষের পাতায় নূপুর, বাজে তার ঝুমুর ঝুমুর,
কুসুম ঝরিয়া মরিতে চাহে তাঁর কবরীতে,
                    পাখি গায় পাতার ঝরোকায়॥
চাহি' তা'র ঐ নয়নে, হরিণী লুকায় বনে,
হাতে তা'র কাঁকন হ'তে মাধবী লতা কাঁদে,
                    ভ্রমরা কুন্তলে লুকায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গীতি-শতদল-২। আরবি (নৃত্যের) সুর-কার্ফা]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ২। আরবি (নৃত্যের) সুর-কার্ফা। পৃষ্ঠা ২৮৫-২৮৬]
  • রেকর্ড: এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)। এন ৭১৩৩ শিল্পী: মিস হরিমতী] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] সপ্তম গান। [নমুনা]
    • সুরকার: নজরুল ইসলাম
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রেম
      • সুরাঙ্গ: আরবীয় সুর
      • তাল: চতুর্মাত্রিক ছন্দ (২।২)
      • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।