চম্পা পারুল যূথী টগর চামেলা (chompa parul juthi togor chamela)

চম্পা পারুল যূথী টগর চামেলা।
আর সই, সইতে নারি ফুল-ঝামেলা॥
            সাজায়ে বন-ডালি,
            বসে রই বন-মালি
যা'রে দিই এই ফুল সেই হানে হেলাফেলা॥
            কে তুমি মায়া-মৃগ
            রতির সতিনী গো
ফুল নিতে আসিলে এ বনে অবেলা॥
            ফুলের সাথে প্রিয়
            ফুল-মালীরে নিও
তুমিও এক  সই, আমিও একেলা॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
  • গ্রন্থ: গানের মালা প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ১৪। কালাংড়া -খেমটা]
     
  • রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৪(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪১)। এন ৭৩০১। শিল্পী: কমল দাশগুপ্ত [শ্রবণ নমুনা] [কল্পনা আনাম (শ্রবণ নমুনা)]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক। নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। অষ্টম গান। পৃষ্ঠা ৫৯-৬১]  [নমুনা]
     
  • পর্যায়: প্রকৃতি ও প্রেম

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।