চল্ রে কাবার জিয়ারতে, চল্ নবীজীর দেশ (chol re kabar jiyarote, chol nobijir desh)
চল্ রে কাবার জিয়ারতে, চল্ নবীজীর দেশ।
দুনিয়াদারির লেবাস খুলে পর্ রে হাজির বেশ॥
আওকাতে তোর থাকে যদি — আরফাতের ময়দান,
চল্ আরফাতের ময়দান,
এক জামাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান।
মুসলিম গৌরব দেখার যদি থাকে তোর খায়েশ॥
যেথায় হজরত হলেন নাজেল মা আমিনার ঘরে
খেলেছেন যার পথে-ঘাটে মক্কার শহরে, চল্ মক্কার শহরে —
সেই মাঠের ধূলা মাখ্বি যথা নবী চরাতেন মেষ॥
ক'রে হিজরত কায়েম হলেন মদিনায় হজরত — যে মদিনায় হজরত
সেই মদিনা দেখ্বি রে চল, মিট্বে রে তোর প্রাণের হসরত;
সেথা নবীজীর ঐ রওজাতে তোর আরজি করবি পেশ॥
- ভাবসন্ধান: মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যময় তীর্থ ভ্রমণ হলো হজ। কবি এই গানের মাধ্যমে শুধু মুসলমানদের হাজির বেশ ধরে হজব্রত পালনের উদ্বুদ্ধ করেন নি, তিনি নবি এবং ইসলামের স্মৃতি বিজড়িত মক্কা ও মদিনা ভ্রমণের মধ্য দিয়ে ইসলাম ধর্মের অতীতের গৌরবময় মহিমাকে অনুভব করার অনুপ্রেরণা দিয়েছেন।
গানের শুরুতে ইসলাম ধর্মাবলম্বীদেরকে যাপিত জীবনের সকল লেবাস (পোশাক ও আচরণ) ত্যাগ করে হাজির বেশে হজব্রত পালনের জন্য মক্কা নগরীতে যাওয়ার আহ্বান করেছেন। হজের অংশ হিসেবে তিনি আরাফাত ময়দানে অন্যান্য মুসলমানদের সাথে ভ্রাতৃ্ত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই সাথে ইসলামের গৌরবময় অতীতকে দেখার আকাঙক্ষা পূরণের সৌভাগ্য লাভের কথাও বলেছেন।
তিনি মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই মক্কা নগরীতে। এই নগরীর পথে ঘাটে ছড়িয়ে আছে তাঁর শৈশব ও কৈশোরের স্পর্শ। মাঠের ধূলা গায়ে মেখে তিনি মেষ চরিয়েছেন মক্কার প্রান্তরে। তাই শুধু মক্কার কাবা ঘর নয়- নবির স্পর্শে পবিত্র নগরীর ধূলা, মেষচারণভূমি সবই পবিত্র।
পৌত্তালিকদের আক্রমণ থেকে নিজেকে এবং ইসলাম ধর্মকে রক্ষার জন্য নবি মদিনায় গিয়েছিলেন। কবি নবির স্মৃতি বিড়জিত সেই মদিনায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন মুসলমানদেরকে। সেখানে নবির কবর দর্শন এবং মনের ইচ্ছাপুরণের জন্য আত্ম-নিবেদন করার সৌভাগ্য লাভের কথা উল্লেখ করেছেন কবি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩), নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তি তালিকায় এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৫৬৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭৪।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৫৬৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭৪।
- রেকর্ড:
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৭ জুলাই ১৯৩৬ (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩)] [শ্রবন নমুনা]
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এফটি ৪৫২৯। শিল্পী: আব্বাস উদ্দীন] [নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)। ২১ তম গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম ধর্ম। হজ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: কাহারবা
- গ্রহস্বর: পা