চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা (chol re chopol torun-dol bandhon hara)

চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা
চল্ অমর সমরে, চল ভাঙি' কারা
জাগায়ে কাননে নব পথের ইশারা॥
প্রাণ-স্রোতের ত্রিধারা বহায়ে তোরা ওরে চল!
জোয়ার আনি, মরা নদীতে পাহাড় টলায়ে মাতোয়ারা॥
ডাকে তোরে স্নেহভরে 'ওরে ফিরে আয় ফিরে ঘরে'
তারে ভোল্ ওরে ভোল্ তোরা যে ঘর-ছাড়া॥
তাজা প্রাণের মঞ্জরি ফুটায়ে পথে তোরা চল্,
রহে কে ভুলে ছেঁড়া পুঁথিতে তাদের পরানে দে রে সাড়া।
রণ-মাদল আকাশে ঘন বাজে গুরু গুরু।
আঁধার ঘরে কে আছে প'ড়ে তাহার দুয়ারে দে রে নাড়া॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোয়াজ্জিন পত্রিকার আশ্বিন ১৩৪০ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৪২। মার্চের সুর
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। গান সংখ্যা: ৪২। মার্চের সুর। পৃষ্ঠা: ২১৭।
         
  • পত্রিকা: মোয়াজ্জিন। আশ্বিন ১৩৪০ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩)।
  • রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৪ জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪০)। এফটি ২৯৬৭। শিল্পী কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড।  প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৬ সংখ্যক গান] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।