চলো মাতা চলো, চলো নিয়ে যাবে কোথা (cholo mata cholo, cholo niye jabe kotha)
চলো মাতা চলো, চলো নিয়ে যাবে কোথা।
তোমার চরণ সেবি, যাইব গো সেথা॥
পাণ্ডব সদনে যাব,
বীর পঞ্চ ভ্রাতা পাব,
আমি আনন্দে রহিব, ঘুচে যাবে ব্যথা॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কর্ণবধ। প্রথম দৃশ্য। দ্বাদশ গান। কর্ণের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬৮-১৬৯।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭২৮]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'কর্ণবধ' পালার চাপান সং'-এর দ্বাদশ গান। ভণিতা নাই।