চাঁদিনী রাতে মল্লিকা লতা (chandini rate mollika lota)

চাঁদিনী রাতে মল্লিকা লতা।
আবার কহিতে চাহে কোন কথা॥
আবার ভ্রমর-নূপুর বাজে
কী যেন হারানো হিয়ার মাঝে,
আবার বেণুর উতলা রবে ব্যাকুল হ'য়ে
ওঠে গোপন ব্যথা॥
তনুর পিঞ্জর ভাঙিয়া কেন হায়,
না-জানা-আকাশে হৃদয় যেতে চায়।
বায়ুরে ডেকে বলে, বহিতে নারি আর
যে দিল, তা'রে দিও সুরভি মধু-ভার,
কৃপা কর, আমি ঝরিয়া ম'রে যাই
সহিতে পারি না মাটির মমতা॥

  • ভাবার্থ: প্রকৃতি পর্যায়ের এই গানে শৃঙ্গার রসে সিক্ত মল্লিকা লতার বাসনাকে উপস্থাপন করা হয়েছে। যে প্রণয়ের কথা ভ্রমর তাকে শুনিয়েছিল কোনো এক মধুর ক্ষণে, সে কথাই আবার শুনাতে চায়- যে মায়াবী চাঁদনী রাতে। ভ্রমরের গুঞ্জনধ্বনি নূপুরের ধ্বনির মতো ছন্দ-মধুর হয়ে তার হারানো মনের মাঝে বেজে উঠে। যেন আবার বাঁশীর উতলা ধ্বনি, ব্যাকুল হয়ে বেজে উঠে বিরহ-বিধুর গোপন বাসনায়।

    দেহের আড়ষ্টতার বন্ধন ভেঙে, অজানা প্রেমাকাশে হৃদয়বাসনা পূর্ণ করতে চায় সে। তাই বাতাসকে সে ডেকে বলে তার এই কামনার ভার সে বহন করতে পারছে না। তাই সে বাতাসে ছড়িয়ে দেয় তার যৌবন-সৌরভ, যেন এই সৌরভ পৌঁছে দেয় তার প্রণয়লুব্ধ ভ্রমরের কাছে। বাতাসে কাছে এই সৌর্ভবার্তা পৌছে দেওয়ার জন্য মিনতি জানিয়ে বলে- যদি সে তা না করে, তাহলে অসহনীয় এই জীবন ত্যাগ করে, মমতাময়ী জননী ধরিত্রীর বুকে ঝরে যাবে বিরহ-অভিমানে।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৮৯। তাল: কাহারবা। পৃষ্ঠা: ৩৯১]
    • সন্ধ্যামালতী
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
      • নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ২২। পৃষ্ঠা: ১৩৭]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।