চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি (chander konya chand sultana, chander cheyeo jyoti)

চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি।
তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কী শক্তিমতী॥
শিখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী,
ধরিতে পারে যে উদ্ধত তরবারি,
না রহিত অবরোধের দুর্গ, হতো না এ দুর্গতি॥
তুমি দেখালে নারীর শক্তি স্বরূপ ─ চিন্ময়ী কল্যানী,
ভারত জয়ীর দর্প নাশিয়া মুছালে নারীর গ্লানি।
তুমি গোলকুণ্ডার কোহিনূর হীরা সম
আজো ইতিহাসে জ্বলিতেছে নিরুপম,
রণরঙ্গিণী ফিরে এসো,
তুমি ফিরিয়া আসিলে, ফিরিয়া আসিবে লক্ষ্মী ও সরস্বতী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। কাজী নজরুল ইসলাম ১৯৪১ খ্রিষ্টাব্দের শুরুর দিকে, ভারতের মুসলিম শাসনামলের প্রখ্যাত মুসলিম নারীকে নিয়ে একটি গীতি আলেখ্য রচনার উদ্যোগ নিয়েছিলেন।  এই পর্যায়ে পাঁচজন নারীকে নিয়ে তিনি যে গীতি আলেখ্যটি রচনা করেন, তার নাম দেন 'পঞ্চাঙ্গনা'। তাঁর রচিত ও সুরারোপিত এই পাঁচটি গানের সমন্বয়ে এই গীতি-নক্‌শাটি কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৩শে আগষ্ট। সময় ছিল রাত ৮টা থেকে ৮-২৪ মিনিট পর্যন্ত। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ২৩১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৯৭।
    • নজরুল সুরলিপি, অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি ১৯৮৬)। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৭। ঐতিহাসিক গান। তাল: দাদ্‌রা। [নমুনা]
    • নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। দেশাত্মবোধক-উদ্দীপক গান। গান: ২১৫৬। পৃষ্ঠা: ৫৭৮।
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)। ]
      • নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ৯৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৩০৪]
    • পঞ্চাঙ্গনা নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [বাংলা একাডেমী। ১২ ভাদ্র ১৪১৫, ২৭ আগষ্ট ২০০৮। গান ৩। পৃষ্ঠা: ২৪১]
  • বেতার:
    • পঞ্চাঙ্গনা (গীতি-আলেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র। তৃতীয় অধিবেশন। [২৩ আগষ্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ (শনিবার,৭ ভাদ্র ১৩৪৮)। রাত ৮টা থেকে ৮-২৯ মিনিট। সুর: নজরুল ইসলাম।
      • [সূত্র: বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৬শ সংখ্যা। ১৬ আগষ্ট ১৯৪১। পৃষ্ঠা: ৯৫৮]
         
  • স্বরলিপি ও স্বরলিপিকার: কমল দাশগুপ্ত। নজরুল সুরলিপি, অষ্টম খণ্ড (নজরুল একাডেমী। ফেব্রুয়ারি ১৯৮৬)। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৭। কাহারবা। পৃষ্ঠা: ৮৩-৮৫ [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রশস্তি [পঞ্চাঙ্গনা গীতি-আলেখ্য]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।