অরুণ কিরণ সুধা-স্রোতে, ভাসাও প্রভু মোরে (oruno kiron sudha-srote, bhasao probhu more)

অরুণ কিরণ সুধা-স্রোতে, ভাসাও প্রভু মোরে।
গ্লানি পাপ তাপ মলিনতা, যাক ধুয়ে চিরতরে॥
প্রশান্ত স্নিগ্ধ তব হাসি, ঝরুক অশান্তি প্রাণে বুকে
প্রভাত আলোর ধারা, যেমন ঝরে সব ঘরে॥
যেমন বিহগেরা জাগি ভোরে, আলোর নেশার ঘোরে
আকাশ পানে ..., বন্দে প্রেম-মনোহরে॥

১. পাণ্ডুলিপিতে পরিবর্ত লাইন হিসেবে 'সবারে আজ যেন ভালবাসি' লেখা আছে।
২. পাণ্ডুলিপিতে গানটির সঙ্গে কবি-কৃত স্বরলিপি আছে।

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় এই গানটি কোথাও প্রকাশিত হয় নি। আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত 'অপ্রকাশিত নজরুল' গ্রন্থে গানটি নজরুলের হস্তাক্ষর সম্বলিত পাঠ প্রথম প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • অপ্রকাশিত নজরুল। আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। [হরফ প্রকাশনী]। কলকাতা। ১৭ নভেম্বর ১৯৮৯। ভক্তিগীতি। কুকভ-একতালা। পৃষ্ঠা ৩০৯
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০১৪। পৃষ্ঠা: ৭৫৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।