চাঁদের পিয়ালাতে আজি জোছনা-শিরাজি ঝরে (chander piyalate aki jochhona-shiraji jhore)
চাঁদের পিয়ালাতে আজি জোছনা-শিরাজি ঝরে।
ঝিমায় নেশায় নিশীথিনী সে-শরাব পান ক'রে॥
সবুজ বনের জল্সাতে
তৃণের গালিচা পাতে,
উতল হাওয়া বিলায় আতর চাঁপার আতরদানি ভ'রে॥
সাদা মেঘের গোলাব-পাসে ঝরিছে গোলাব-পানি,
রজনীগন্ধার গেলাসে রজনী দেয় সুরা আনি'।
কোয়েলিয়া কুহু কুহু
গাহে গজল মুহু মুহু,
সুরের নেশা সুরার নেশা লাগে আজি চরাচরে॥
- ভাবার্থ: পারশ্যের গজলের ভাবধারায় মোহনীয় চাঁদনী রাতকে প্রকৃতির সাজানো জলসার আসর হিসেবে উপস্থাপন করা হয়েছে এই গানে। এই জলসা-আয়োজনের সকল অনুষঙ্গকে উপস্থাপন করা হয়েছে প্রকৃতির নানা উপকরণকে নানা রূপকতায়।
মোহনীয় এই জলসায়- অফুরন্ত শিরাজির (পারশ্যের বিখ্যাত মদ) পাত্র চাঁদ। রাত্রিরূপী সাকি তার সুগন্ধী রজনীগন্ধ্যার গেলাসে ঝরে পড়া জ্যোৎস্নারূপী শিরাজি পরিবেশন করে এই জলসায়।
প্রকৃতির সাজানো তৃণের গালিচা বিছানো সবুজ বনের এই জলসায়- উতল হাওয়া চাঁপার ফুলের আতরদানি দিয়ে সৌরভ ছড়িয়ে দেয়। সাদা মেঘের গোলাব-ঝারি থেকে ঝরে পড়ে গোলাপের দ্যুতি ছিটানো জল হয়ে জলসাকে সুরভিত এবং মোহনীয় করে তোলে। আর কোকিল সভাগায়ক হয়ে- অবিরাম গজল গেয়ে জলসার পূর্ণতা এনে দেয়। সব মিলিয়ে চাঁদনী রাতের সাজানো প্রকৃতির এই সুরভিত জলসা সুর এবং সুরার নেশায় একাকার হয়ে যায়।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ বঙ্গাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪০) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। বাগেশ্রী- কাওয়ালি]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । গীতি-শতদল। গান সংখ্যা ১৪। বাগেশ্রী- কাওয়ালি। পৃষ্ঠা ২৯২]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৯০। রাগ: বাগেশ্রী, তাল: কাওয়ালি। পৃষ্ঠা: ৩৯১-৩৯০]
- গীতি-শতদল
- রেকর্ড: টুইন [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)]।এফটি ৩০৫৮। শিল্পী: সুবল দাসগুপ্ত।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] রেকর্ডে সুবল দাসগুপ্তের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১০। পৃষ্ঠা: ৫০-৫৪ [নমুনা]
- পর্যায়: