চাঁদের মত নীরবে এসো প্রিয় নিশীথ রাতে (chander moto nirobe esho priyo nishith rate)

চাঁদের মত নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
ঘুম হয়ে পরশ দিও হে প্রিয়, নয়ন-পাতে॥
        তব তরে বাহির-দুয়ার মম
        খুলিবে না এ-জনমে প্রিয়তম,
মনের দুয়ার খুলি' গোপনে এসো বিজড়িত রহিও স্মৃতির সাথে॥
কুসুম-সুরভি হ'য়ে এসো নিশি-পবনে,
রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও বব-ভবনে।
        আঁখি-জল হয়ে আঁখিতে আসিও
        বেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও,
বিরহ হ'য়ে এসো হে চির-বিরহী আমার অন্তর-বেদনাতে॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ জুন  (বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৬), কলকাতা বেতার কেন্দ্র থেকে অতনুর দেশ  নামক গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়েছিল। এই গানটি ছিল এই অনুষ্ঠানে তরুণীর গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
  • পাণ্ডুলিপি: অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি
    • গ্রন্থ:
      • অতনুর দেশ। নজরুল-রচনাবলী─অষ্টম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। গান ১২৯১। পৃষ্ঠা ১৭৫]
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৯১। পৃষ্ঠা: ৪০১-৪০২]
  • বেতার: অতনুর দেশগীতিচিত্র। কলকাতা বেতারকেন্দ্র।  ৮ জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্রে সান্ধ্য অধিবেশন। সময় সন্ধ্যা ৭.০০-৭.৪৪টা। কুসুম গোস্বামী
    [সূত্র: বেতার জগত। ১১শ বর্ষ, ১১শ সংখ্যা [শনিবার, ১ জুন, ১৯৪০। ১৮ জ্যৈষ্ঠ ১৩৪৭] পৃষ্ঠা: ৫৯৫]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।