চারা গাছে, ফল পেকেছে, তাড়া লো বুলবুলি তাড়া (chara gachhe, fol pekechhe, tara lo bulbuli tara)

চারা গাছে, ফল পেকেছে, তাড়া লো বুলবুলি তাড়া।
আমার গাছে, ফল পেকেছে, তোর কেন রে নজর কাড়া॥
            (আমার) চারা গাছের পাকা ফল,
            খেতে এলি কেন বল,
পাকা ফল বিলিয়ে দেব, সরে যা রে ফচকে ছোঁড়া॥
            আমি যখন যারে ভালবাসি,
            তখনি তার কাছে আসি
যার প্রাণ তারি হব, তুই কেন রে পাগল পারা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। প্রেম গান (ছোট)। ৯ম গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৮৭-৩৮৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৭৩]
  • বিষয়াঙ্গ: প্রেমের গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।