চাষ কর দেহ জমিতে হবে নানা ফসল এতে (chash koro deho jomite hobe foshol ete)

  চাষ কর দেহ জমিতে
            হবে নানা ফসল এতে।
            নামাজে জমি 'উগালে'
            রোজাতে জমি 'সামালে',
কমেলায় জমিতে মই দিলে চিন্তা কি হে এই ভবেতে॥
লা-ইলাহা ইল্লাল্লাতে
বীজ ফেল্ তুই বিধি-মতে,
পাবি 'ঈমান' ফসল তাতে ─
                            আর রইবি সুখেতে॥
নয়টা নালা আছে তাহার
ওজুর পানি সিয়াত যাহার,
ফল পাবি নানা প্রকার ─
                            ফসল জন্মিবে তাহাতে॥
যদি ভালো হয় সে-জমি
হজ্ জাকাত লাগাও তুমি,
আরো সুখে থাকবে তুমি ─
                            কয় নজরুল এসলামেতে॥

  • পাঠান্তর:
                নয়টি নালা আছে তাহার
                ওজুর পানি নিয়াত ইহার।
                ফলে পানি নানা প্রকার
                ফসল জন্মিবে তাহাতে।
    তৃতীয় স্তবক [কবির বাল্যরচনা। বিশ্বনাথ দে [শতকথায় নজরুল। কল্যাণী কাজী সম্পাদিত। সাহিত্যম। কলকাতা। প্রথম প্রকাশ: মহালয়া ১৪০৫। শিরোনাম: 'চাষার সং-এর একটি চাষীর গান'। পৃষ্ঠা: ৫১।]

     
  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। সাধারণ সং। চাষার সং। কৃষিক্ষেত। প্রথম দৃশ্য । দ্বিতীয় গান। চাষার গান। সংকলক ওসম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৯৯-২০০।
    • নজরুল রচনাসম্ভার। আবদুল কাদির। ঢাকা। পৃষ্ঠা: ৫২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ১২৮৮]
  • পত্রিকা:
    • আজাদ। ১১ জ্যৈষ্ঠ ১৩৫৪।
  • বিষয়াঙ্গ: 'চাষার সং' পালার দ্বিতীয় গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।