চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও (chikon kalo beder kumar kon pahare jao)


       চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও?
কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
       তুমি শিস্ দিয়ে গান গাও
       তুমি কুটিল চোখে চাও॥
       তীর-ধনুক নিয়ে সারাবেলা
       ও শিকারি, এ কি খেলা?
শাল গাছেরই ডাল ভাঙিয়া একটু বাতাস খাও॥
কাঁকর-ভরা কাঁটার পথে (আজ) নাই শিকারে গেলে,
অশথ্-তলে বাজাও বাঁশি (তোমার) হাতের ধনুক ফেলে'।
       তোমার কালো চোখের কাজল নিয়ে
       ঝিল উঠেছে ঝিল্‌মিলিয়ে, ঝিল্‌মিলিয়ে।
ঐ কমল ঝিলের শাপলা নিয়ে বাঁশিখানি দাও॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দে এইচএমভি একটি গানের রেকর্ড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রেকর্ডটি পরে প্রকাশিত হয় নি। গানটি ১৯৩৯ খ্রিষ্টাব্দের কোন মাসে রেকর্ড করা হয়েছিল, তা জানা যায় না। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯-৪০ বৎসর।
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ। নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১। গান: ১৪০। পৃষ্ঠা: ৪৪-৪৫।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, ৩২শ খণ্ড, ৬ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯) পৃষ্ঠা: ২০-২৪]। স্বরলিপিকার: নীলিমা দাশ।
  • রেকর্ড:
    • এইচএমভি। ১৯৩৯ (১৩৪৫-১৩৪৬)। শিল্পী: বিজন ঘোষ দস্তিদার। রেকর্ডটি বাতিল হয়েছিল।
    • এইচএমভি [এপ্রিল ১৯৪২ (চৈত্র ১৩৪৮-বৈশাখ ১৩৪৯)। এন ২৭২৬২। শিল্পী: বীণা চৌধুরী। সুর: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
  • বেতার: বাংলার গ্রাম (সঙ্গীতালেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র ক। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৫ মে (শনিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৪৭)সান্ধ্য অনুষ্ঠান। সময় ৭.০৫-৭.৫৪ মিনিট।

        সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ১০ম সংখ্যা। ১৬ মে ১৯৪০। পৃষ্ঠা: ৫৪৩]

  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
     
  • স্বরলিপিকার:  নীলিমা দাশ। নজরুল-সঙ্গীত স্বরলিপি, ৩২শ খণ্ড,, ৬ সংখ্যক গান [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: গীতি-আলেখ্যের গান [প্রেম]
    • সুরাঙ্গ: লোক-আঙ্গিক
    • তাল: দ্রুত-দাদ্‌রা।
    • গ্রহস্বর: রা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।