চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক (chin o varote milechhi abar mora shoto koti lok)
কোরাস : চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক।
চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক।
ধরার অর্ধ নরনারী মোরা রহি এই দুই দেশে,
কেন আমাদের এত দুর্ভোগ নিত্য দৈন্য ক্লেশে।
পুরুষ কণ্ঠ : সহিব না আজ অবিচার ─
কোরাস্ : খুলিয়াছে আজি চোখ॥
প্রাচীন চীনের প্রাচীর মহাভারতের হিমালয়
আজি এই কথা যেন কয় ─
মোরা সভ্যতা শিখায়েছি পৃথিবীরে─ইহা কি সত্য নয়?
হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল,
সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরাতল।
পুরুষ কণ্ঠ : আমরা আনিব অভেদ ধর্ম ─
কোরাস্ : নব বেদ-গাঁথা-শ্লোক॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ২ মাস।
- রেকর্ড: এইচএমভি। আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)। এন ২৭৩০৩। প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য চৌধুরী। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১৩ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: সম্প্রীতি
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: দাদরা
- গ্রহস্বর: পা