চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো (churir tale nurir mala rinijhini baje lo)

চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো 
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি।
কালো ছোঁড়ার কাঁকাল ধ'রে নাচে মাতাল ছুঁড়ি লো॥
মহুয়া মদের নেশা পিয়ে বুঁদ হয়েছে বৌয়ে-ঝিয়ে
চাঁদ ছুটেছে মনকে নিয়ে
ডুরি ছেঁড়া ঘুড়ি (যেন) লো॥
বাজে নূপুর পাঁইজোর সারা গায়ে নাচের ঘোর
ওলো লেগেছে, মন হ'ল নেশায় বিভোর;
ঐ আকাশে চাঁদ হের মেঘের সাথে যেন করে খুনসুড়ি লো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩) মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল  ৩৭ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৫৮। পৃষ্ঠা: ২০০]
     
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৬  (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)]। এন ৯৭৩২। শিল্পী: মিস প্রমোদা। সুর: নজরুল ইসলাম [[শ্রবণ নমুনা]]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ‌: প্রেম
    • সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।