চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো (churir tale nurir mala rinijhini baje lo)
চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো —
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি।
কালো ছোঁড়ার কাঁকাল ধ'রে নাচে মাতাল ছুঁড়ি লো॥
মহুয়া মদের নেশা পিয়ে বুঁদ হয়েছে বৌয়ে-ঝিয়ে
চাঁদ ছুটেছে মনকে নিয়ে
ডুরি ছেঁড়া ঘুড়ি (যেন) লো॥
বাজে নূপুর পাঁইজোর সারা গায়ে নাচের ঘোর
ওলো লেগেছে, মন হ'ল নেশায় বিভোর;
ঐ আকাশে চাঁদ হের মেঘের সাথে যেন করে খুনসুড়ি লো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৫৮। পৃষ্ঠা: ২০০]
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৬ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)]। এন ৯৭৩২। শিল্পী: মিস প্রমোদা। সুর: নজরুল ইসলাম [[শ্রবণ নমুনা]]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- এস.এম. আহসান মুর্শেদ । নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৫শ খণ্ড) [একুশে বই মেলা ২০১৩। নজরুল ইন্সটিটিউট, ঢাকা]। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ
- তাল: ঝুমুর
- গ্রহস্বর: পধ