চুম্বক পাথর হায় লোহারে দেয় গালি (chumbok pathor hay lohare dey gali)

চুম্বক পাথর হায় লোহারে দেয় গালি,
আমার গায়ে ঢ'লে প'ড়ে কুলে দিলে কালি॥
        লোহা বলে, হায় পাষাণী
        তুমিই লহ বুকে টানি',
(কেন) সোনা-রূপা ফেলে দিয়ে আমায় টান খালি॥
চুম্বক আর লোহায় চলে দ্বন্দ্ব সারা বেলা,
কে'দে মরে, বুঝতে নারে (এ) কোন্ নিঠুরের খেলা।
        হঠাৎ তাদের দৃষ্টি গেল খুলে
        ঊর্দ্ধ পানে চায় নয়ন তুলে,
(দেখে) খেলেন তাদের নিয়ে রস-শেখর বনমালী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য ১২৯৪। পৃষ্ঠা: ৩৯২-৩৯৩।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।