চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে (choiti chander alo aj valo nahi lage)
চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে,
তুমি নাই মোর কাছে ─ সেই কথা শুধু জাগে॥
এই ধরণীর বুকে কত গান কত হাসি,
প্রদীপ নিভায়ে ঘরে আমি আঁখি-নীরে ভাসি,
পরানে বিরহী বাঁশি ঝুরিছে করুণ রাগে॥
এ কী এ বেদনা আজি আমার ভুবন ঘিরে,
ওগো অশান্ত মম, ফিরে এসো, এসো ফিরে।
বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা ─
সাধ যায় কানে কানে আজি বলিব সে কথা,
ভুল বুঝিও না মোরে বলিতে পারিনি আগে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬) টুইন কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৬ মাস
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৬।]
- সন্ধ্যামালতী। প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭১)]
- বেতার: ঢাকা বেতার কেন্দ্র [৩১ মে ১৯৪০ (শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান। রাত ৮.০৫-৮.১৯ মিনিট। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শিল্পী এই আসরে অপর একটি গান 'আমারে রেখেছ' পরিবেশন করেছিলেন। এই গানটির গীতিকার নজরুল ছিলেন না।
সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ১০ম সংখ্যা। পৃষ্ঠা: ৫৬০
- রেকর্ড :
- টুইন [ডিসেম্বর ১৯৩৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)। এফটি ১৩০৯৫। শিল্পী: রমলা মজুমদার। সুর: শৈলেশ দত্তগুপ্ত ]
- কলাম্বিয়া [আগষ্ট ১৯৪৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৩)। এন ২৯৬৫। শিল্পী: সরোজ কুশারী। সুর: শৈলেশ দত্তগুপ্ত] [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [ নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। চতুর্থ গান। পৃষ্ঠা: ৩৪-৩৭] [নমুনা]
- সুরকার: শৈলেশ দত্তগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা