চোখে চোখে চাহ যখন তোমরা দু'টি পাখি (chokhe chokhe chaho jokhon tomra duti pakhi)
চোখে চোখে চাহ যখন তোমরা দু'টি পাখি।
সেই চাহনি দেখি আমি অন্তরালে থাকি'॥
মনে জাগে, অনেক আগে
এমনি গভীর অনুরাগে,
আমার পানে চাইত কেহ এমনি অরুণ-আঁখি॥
ঘুমাও যখন তোমরা দু'জন পাখায় বেঁধে পাখা,
আমি দূরে জেগে থাকি, যায় না কাঁদন রাখা।
পরশ যেন লেগে আছে
শূন্য আমার বুকের কাছে,
তোমার মতন ঘুমাত কেউ এই বুকে মুখ রাখি'॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৫) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
- পত্রিকা: মোহাম্মদী [শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৫)]
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ১৩৯০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪২০]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৭৮। for Madhu (Twin) । পৃষ্ঠা: ১০৫]
- রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)। এফটি ৪১০৬। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় (মধুবাবু)]