চোখের বাঁধন খুলে দে মা খেলব না আর কানামাছি (chokher bandhon khule de ma khelbo na ar kanamachhi)

চোখের বাঁধন খুলে দে মা খেলব না আর কানামাছি।
আমি  মার খেতে আর পারি না মা এবার বুড়ি ছুঁয়ে বাঁচি॥
                তুই পাবি অনেক মেয়ে ছেলে
            যাদের সাধ মেটেনি খেলে খেলে,
তুই   তাদের নিয়েই খেল না মা গো শ্রান্ত আমি রেহাই যাচি।
       দুঃখ-শোখ-ঋণ-অভাব ব্যাধি মায়ার খেলুড়িরা মিলে,
       শত দিকে শত হাতে আঘাত হানে তিলে তিলে।
                চোর হয়ে মা আর কত দিন
                ঘুরব ভবে শান্তিবিহীন,
তোর  অভয় চরণ পাই না কেন মা তোর এত কাছে আছি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৮ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৫৪-বৈশাখ ১৩৫৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল।এই সময় নজরুলের বয়স ছিল ৪৮ বৎসর ১০ মাস
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্য ১৩৮১। পৃষ্ঠা: ৪৮১।
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৪৮ (চৈত্র ১৩৫৪-বৈশাখ ১৩৫৫)]। এন ২৭৮১২। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
     
  • সুরকার: চিত্ত রায়
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, সাধারণ)
    • সুরাঙ্গ: রামপ্রসাদী সুর
    • তাল:  দাদরা
    • গ্রহস্বর: মধ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।