চৌরঙ্গী হ্যায় ইয়ে চৌরঙ্গী (chaurangi hain ye chaurangi)

চৌরঙ্গী হ্যায় ইয়ে চৌরঙ্গী।
ইস্কী দুনিয়া রংগ্ বেরংগী॥
গোরে, কালে আয়েঁ, যায়েঁ
আপনি আপনি ছাব দেখ্লায়ে,
এক ডগর্ মেঁ সব সংসার –
ইস্কী দুনিয়া রংগ বেরংগী॥
কোই কিসিকো রাহ্ লাগায়ে
কোই আ-কর্ খুদ খো-যায়ে,
সীধা রাস্তা ফের হাজার –
ইস্কী দুনিয়া রংগ্ বেরংগী॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।   ১৯৪২ খ্রিষ্টব্দের ২ জুলাই (বৃহস্পতিবার ১৭ আষাঢ় ১৩৪৯) চৌরঙ্গী নামক হিন্দি ছায়াছবি মুক্তি পেয়েছিল। এই ছবিতে নজরুলের রচিত এই হিন্দি গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৪৫৬  সংখ্যক গান। তাল: কাহারবা পৃষ্ঠা: ৭৫৯।
     
  • চলচ্চিত্র: চৌরঙ্গী (হিন্দি)। [২ জুলাই ১৯৪২  (বৃহস্পতিবার ১৭ আষাঢ় ১৩৪৯)। শিল্পী: শৈলদেবী।
  • রেকর্ড: মেগাফোন [আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)। নম্বর জেএনজি ১২৫৫। শিল্পী: শৈলদেবী।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।