চ্যল চ্যল নওজওয়ান চ্যল

চ্যল চ্যল নওজওয়ান চ্যল।
আদমিয়াত কি ফৌজ তুম্
দরয়্যা কি হো মৌজ তুম্
কুওত কে হো হৌজ তুম্
তুম হো শকতি বল॥
খোল্ কে রাত কা নকীব
লাও দিন্ কা আফতাব্,
জমানে কে তুম হো খাব –
তুম হো ধ্যান আমল্॥
তুম আলীকে জুলফেকার
তুম হো নূর তুম্ হো নার্,
জলজলাকে তুম্ পোকার –
জুলম্ কে আজল্॥
চল মচাকে শোর ভোর ভয়িরি ভোর,
উঠ্ খড়ে হো শুন্ আজান গফলিয়ত্ কো ছোড়।
আরাম কা শিশ মহল – তোড় জওয়ান চ্যল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৫৩। পৃষ্ঠা: ৭৫৮]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।