অশোক কাননে আমি এখনি যাইব। ( oshok kanone ami akhoni jaibo)

অশোক কাননে আমি এখনি যাইব।
মা জানকী, আছে কিনা, দেখিয়া আসিব॥
লঙ্কাপুরে দেখিলাম অশোক কাননে।
মা জানকী মহালক্ষ্মী সরমার সনে॥
আর আছে ত্রিজটা করেন আলাপন।
শান্ত শীতল হলো অশান্ত এ মন॥

রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:

১. লেটো গান। পালা: 'মেঘনাদ বধ‌'।
২. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৬৫৬। পৃষ্ঠা: ৮১২]


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।