ছাড় ছাড় আঁচল, যেতে দাও (chharo chharo anchol, jete dao)
ছাড় ছাড় আঁচল, যেতে দাও।
বনমালী, এমনি ক’রে মন ভোলাও॥
একা পথে দুপুর বেলা, নিরদয়, একি খেলা।
তুমি এমনি করে মায়া-জাল বিছাও॥
পথে দিয়ে বাধা, একি প্রেম সাধা,
আমি নহি তো রাধা, বঁধু ফিরে যাও॥
হে নিখিল নর-নারী, তোমার প্রেম-ভিখারি
লীলা বুঝিতে নারি তব শ্যাম রাও॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল ১৯৩৪) মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পিলু-কার্ফা]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৩৮। পিলু-কার্ফা। পৃষ্ঠা ৩০৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৭৭। রাগ: পিলু, তাল: কাহারবা। পৃষ্ঠা: ৬৫৫]
- গীতি-শতদল
- রেকর্ড: মেগাফোন [জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)]। জেএনজি ১২৬। শিল্পী: রাজলক্ষ্মী (ছোট)।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] রেকর্ডে মিস্ মন্টির গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১১। পৃষ্ঠা: ৫৫-৫৬ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: কাওয়ালি
- রাগ: পিলু
- তাল: কাহারবা
- গ্রহস্বর: পা